33.                       বিদ্যাসাগর জন্মদিনে
34.                   বিদ্যার সাগর তুমি করুণার সিন্ধু
35.                   মানুষের কাজে তাই মানুষের ধাঁচে
36.                 তুমি নাজানি  ঝরিয়েছ কত রক্তবিন্দু ।
37.                    বাইরে ঝরেছে ঘাম দেখি অবিরাম
38.                   অন্তরে ঝরেছে রক্ত,পাওনি তার দাম ।
39.                     কষ্ট  পেয়েছ তুমি বালবিধবার দুখে
40.                      পুনর্বিবাহে তাদের ফেরাতে চেয়েছ সুখে
41.                    বিনিময়ে পেয়েছ শ্লেষ ,ফেটেছে যে মাথা
42.                     সমাজের সাথে যুদ্ধজয়ে ভুলেছ সে ব্যথা ।
43.                    তেম্নি বাল্যবিবাহে বালিকার অমর্যাদায়
44.                    অন্তর কেঁদেছে শুধু দেয়নিক সায় ।
45.                    ধর্মের ৎনামে ভূল ব্যখ্যায় মগ্ন জাতি
46.                     শিক্ষার দীপ জেলে তাই  ঘুচাও কালরাতি ৷
47.                   পরের দুঃখ ঘোচাতে কষ্ট করেছছ বারবা
48.                  কেউ তা বোঝেনি,বোঝেনি তব সংসার
49.                  যারা চেয়েছে আর পেয়েছে তোমার দান
50.                  ‘দয়ার সাগর ‘ব’লে তোমারে করেছে মহান ৷
51.                  তোমার দ্বিশতোত্তর  জন্মদিনে আজ স্মরণে তাই
52.                  জাতির ভূলের তরে আমরা আজ সবে মিলে ক্ষমা চায় ৷   (২৫/৯/১৮২০)