শোন ওরে অবুঝ মন
জাত কি? জানে কোন জন?
জীবন ও মন একে অপরের প্রতি
প্রতিনিয়ত কেন করি বিষাক্ত অতি।  
সদা তুচ্ছ কারণে লিপ্ত সম্মুখ সমরে
গোঁড়ামীর কারনে মনুষ্যত্বকে মূল্যহীন করে,
চলছে কত যে হানাহানি,
সবই মিথ্যে অলীক, তা কি জানি?
নিজের স্বার্থে করেছি ধমীর্য় ভেদাভেদ,
সৃষ্টি এক পৃথিবীর নির্যাসে নাইকো অভেদ।
মানুষেরই হাতে গড়া সুজাত কুজাত,
স্বার্থান্বেষী কিছু মানুষই বজ্জাত ।
মানুষের বিবেক চেতনায় বিপ্লব আনতে
মহান মানবের সৃষ্টি জ্ঞানের বাণীতে,
মানুষকে যে চেয়ে ছিলেন শৃঙ্খলাবদ্ধ করতে,
জাত এসেছে সমাজে আপন কর্মের ভিত্তিতে ।
এই পৃথিবীতে আসলে দুই জাত,
নারী ও  পুরুষ, যার মধ্যে নাই কোনো সংঘাত।


           ::::::::::**::::::::::