মানুষ চেনা
বড়ই দায়
স্বার্থ ফুরালে
ভুলে যায়।
ছল চাতুরি
নানা উপায়
মিথ্যা কথায়
মন ভোলায়।
বছরের পর
বছর ধরে
সুস্থ চিন্তা
অচল গড়ে।
মেহনতি মানুষ
খেটে মরে
সুদৃশ্য শকট
ছুটছে জোরে।
কঠিন সময়টা
পেরিয়ে গেলে
সুখের স্বপন
ঐ নিদমহলে।
যাত্রা পথেই
থাকবে কাঁটা
জীবন হলো
জোয়ার ভাঁটা!
নেতাই কখন
ভোল পাল্টে
নীতির পাতা
দিলেন উল্টে।
আম জনতা
অবাক চোখে
নেতার ভাষণ
বিষ্ময়ে দেখে!
তবুও মানুষের
নাইকো হুশ
দুঃখ সুখে
হচ্ছে বেহূশ।
সহজ উপায়ের
সূত্র ভুলে
চিন্তায় ভাবনায়
জট পাকালে।
দেশের ভালো
সবাই বোঝেন!
বিপদ এড়িয়ে
রাস্তা খোঁজেন।
আপনি বাঁচলে
বাপের নাম,
নাক বাড়িয়ে
ধরছে কান।
এমন নীতি
চলছে বেশ
ভাবতে বসে
জীবন শেষ।
----------
22/01/2021
বহড়ু