তুচ্ছ জীবন ক্ষুদ্র মশা
জীবন দিয়ে রক্ত চোষা!


অজান্তে কখন হূল ফোটায়
নধর দেহ শুধুই চুলকায়!


এমন তরো রক্ত শোষণ
এই সমাজেই হচ্ছে তোষণ!


হিংস্র প্রাণী ঐ ব্যাঘ্র মোশাই
দেখতে যেন একটা কষাই!


আসলে ভীষণ মাংসাশী অতি
হত্যা করে না নিজ সজাতি!


আমরা যারা মনুষ্য জাতি
সর্বদা করি সজাতির ক্ষতি!


মূক পশুরাও সদাই বোঝে
ভালোবাসার প্রতিদান খোঁজে!


আমরা হলাম বুদ্ধিমান প্রজাতি,
স্বার্থ ফুরালে সর্ব প্রেমের ইতি!


মোদের মুখের সর্বদা মধুর হাসি
সম্পদ লোভেই যত ভালোবাসি!


  ------------------------
২৮|১০|২০২০ ইং
বহড়ু,জয়নগর।