নতুন সকাল নির্জন শান্ত সমীর
স্বচ্ছ স্ফটিক নীল কল্লোলিনীর
প্রকৃতির গায়ে হলুদের চাদর,
অসাধারণ আদর মাখা রোদ্দুর।


ছোট্ট তিন বছরের শিশুর হাত
ধূলায় ঢাকা ছিন্ন মলিনে মুচ্ছে হাত
মায়ের আরতির শেষে বাড়িয়ে দুহাত
ভীষণ অকৃত্রিম খুশি, ঘুম নেই সারারাত।


অনেক ভোরে ঐ যে দূরে ধূ ধূ সবুজ মাঠে
খেয়েছে কাঁচালঙ্কা পান্তাভাত যেটুকু জোটে
অক্লান্ত পরিশ্রম করে সেও একাকী মোটে!
সোনার ফসল কে লুটে? নির্বোধ চাষীর কী ঘটে?


ভাষা এখানে চুপ অনুভূতি কথা বলে
জীবনসংগ্রাম পরিমাপ হয় কপট ছলে,
সুদৃশ্য ভেলভেটের জৌলুসে প্রদীপ কি জ্বলে?
সবুজ গালিচা সোঁদা মাটির গন্ধ আজ অস্তাচলে।


---------******----------
21/10/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।