কলমে-------বিশ্বজিৎ


সবাই আমরা যাত্রা পথে
             একই লক্ষ্যে চলেছি
কেউ স্থলপথে কেউ জলপথে
    আসমানেও পাড়ি দিয়েছি।


মনের দর্পণে হয়েছি  তিলোত্তমা
   স্বপ্নের মোহে অন্ধ
ভালো থাকার আকুতি প্রার্থনা
    জীবনটাই হলো যুদ্ধ।


যৌবন সুখের কেদারায় বসে
          অনেক ছবি আঁকি
জীবন যন্ত্রটা জীর্ণ হলেই
   সবকিছু ঝাপসাইতো দেখি।


সকালের ঐ ঝলমলে সূর্যটা
     যতই তীব্র হবে
গোধূলি বেলায় গভীর কালোয়
     শান্ত শীতল হবে।


আবর্তনের অমোঘ ঘূর্ণী পাকটি
           সঠিক ছন্দেই গড়া
তবে কেন জীবন পথে
        এতো হিংস্রতায় ভরা।


পশু পাখি বৃক্ষ লতা
        নয়তো সৃষ্টি ছাড়া
মনুষ্য জাতি এতো বিচক্ষণ
           কেন লক্ষ্মী ছাড়া?


ভূবন মাঝে আজও আছে
               কিছু স্বর্গসম দেশ
তাদের কাছে শিক্ষা নিয়ে
         কেন করিনা আত্মনিবেশ?


একটি প্রেমের সূত্র ধরেই  
      চলতে কেন পারিনা!
একটি দিনের মধুর স্মৃতির
        কেন মালা গাঁথিনা!


*****************
রচনাকালঃ 09/08/2021
আলিপুর বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।