কেন দেখে
অলিক স্বপ্ন
মনের জগতে;
কদিন পরেই
নিঃস্ব হবে
নিথর মটিতে।

কিসের এতো
অহংকার  
কি আছে তোমার !
কারোর কিছু
যায় আসে কি
তোমার খবর জানার।

নিজেকে কেন
গুটিয়ে রাখো
কৃত্রিম আভরণে,
অমূল্য সম্পদ
নিহিত আছে
মনুষ্য জীবনে।

তোমার ভালোবাসার
হৃদয়টাকে যদি
উজাড় করে দাও,
সহস্র হৃদয়ে
জায়গা পাবে
যতটুকু চাও।

🌿⚘🌿⚘🌿⚘🌿⚘