স্বচ্ছ সুন্দর নির্মল আলোর পথ
খুঁজে ফিরি বার বার---,
চারিদিকে যত লালসার জাল ছড়ানো
হৃদয় বিষন্ন করে বহুবার।
অসংখ্য জনতার গভীর অন্ধকারে ভীড়ে
প্রবিত্র প্রেম আলো হাতে,
হাজার কৃত্রিম আলোকবাতির মধ্যে থেকে
মানবিক দুটি বিপরীত প্রান্ত হোক একসাথে।
সব স্বপ্ন আর বাস্তব লীন হয়ে যাক
প্রেমের পরশ পাথর ছোঁয়ায়,
ধুয়ে মুছে যাক অপ্রবিত্র জীবনের শব্দ চয়ন,
প্রস্ফুটিত হোক প্রবিত্র ভালোবাসার আলোক স্পর্শ। ।
    
          *********
রচনাকাল: 26/05/2022
বহরু,জয়নগর।