আমার শব্দের মাঝে
- বিশ্বজিৎ মারিক (বিশ্বরুপ)


নিঃসঙ্গতায় হেঁটে চলেছে পথিক  
নিরব শব্দের মিছিলে  
চারিপাশে অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে  
শান্তির বার্তা অস্তাচলে।


রাতজাগা জোনাকি কোথায় চলে
গাঢ় অন্ধকারে কোলে !
ছোট্ট কীটও স্বপ্ন দেখে
আশার আলো জ্বেলে।


আমার শব্দের কালো অক্ষরও
যেন ব্যঙ্গ করে!
তবুও লিখি একান্ত নিজস্বতায়
জীবনের কাব্য অগোচরে।


হয়তো খড় কুটোর মতো
হারিয়ে যাবে একদিন!
হয়তো ক্ষুদ্র কীট এসে
দংশনে হবে মলিন!


------------------