আমি ভাবনার জগতে হারাই  
সুন্দর এই প্রকৃতির বুকে মনের ডিঙা চড়ে ভাসতে  চাই
জীবনের সপ্ত সমুদ্র আর তেরো নদী পেরিয়ে আনব রাজকণ্যে
দৈত-দানব আমার সাথে যুদ্ধ করে পালিয়ে যাবে গভীর অরণ্যে।
আকাশে বাতাসে সিগ্ধ পরশ পরম সুখে দেখেছি,
সবুজের সাথে অবুঝ মনটা কল্পনাতে ভাসিয়েছি।
বন্দী ঘরে সময়কে আজ মনের কল্পভাষায় বেঁধেছি
অবুঝ মনকে সবুজ প্রাণে আপন করে ছুপিয়েছি,
হাজার স্বপ্ন জীবন যুদ্ধের কাব্য কথন লিখেছি,
নীলাম্বরের ঐ কাজরেখা আঁখির পাতায় এঁকেছি।
ছোট্ট আমার স্বপন নীড়ে বেঁচে আছি তোমাকে ভেবে।
মনের খোরাক প্রাণ জুড়িয়ে শান্তি খুঁজি এই শ্যামল ভবে।


      ---------------------------
05/04/2020
বহড়ু জয়নগর।