অমূল্য জীবন
            
            বিশ্বরুপ


একি ভীষণ প্রলয় কাণ্ড
সবই দেখি লণ্ডভণ্ড!
প্রকৃতির এই আপন খেয়াল  
জীবন বড়ই বেসামাল।


সহজ সরল জীবন পথে
স্বপ্ন দুচোখে এঁকে
শূণ্য আকাশের তারার আলোয়
স্বপ্ন বেঁচে থাকে।


হারিয়ে যাওয়া ছেঁড়া পাতায়
লিখে ছিলাম আশা
মৃত্যু মিছিলে দাড়িয়ে থেকেও
ছিল শব্দ ভালবাসা।


আজকে কেন চোখের কোণে
অজানা অশ্রু বিন্দু!
কেন আজ ছিন্ন হল
ধরনীর অতল সিন্ধু!


জীবনের ছন্দ হারিয়ে যাচ্ছে
কোন অশনি সংকেতে !
কোটি মানুষের রজনী কাটছে
কোন  দুঃস্বপ্নের  ছলনাতে!


সুন্দর তুমি ফিরে এসো
শান্ত করো মন,
সবুজ প্রকৃতি ধরনীর বুকে
বাঁচাও অমূল্য জীবন।


-------------
27/05/2020