আজ আমার ভাষার ঘরে
       দিয়েছি চাবি তালা
চারিদিকে বিকট আওয়াজ
    কান যে ঝালাপালা।


তনয়ার দুষ্টুমিতে আমি হারিয়ে
          যাই ওর সরলতায়,
সারাদিন সময় যায় হারিয়ে
        সামান্য কাজের ব্যস্ততায়।


আমার এই ছোট্ট পৃথিবীতে
    হাসিকান্না অভিমান নিয়ে
জীবনের সবটুকু সুখ আছে
         মিষ্টি মুখে লুকিয়ে।


হারিয়ে যাই শৈশবের দিনে
        শৈশব স্মৃতির পাতায়
অজান্তে কখন আসে চোখে
        আনন্দ অশ্রু ধারায়।


অবুঝ অন্তর দেখতে চায়
    মধুর সেই ছোটবেলা
যেখানে নেই কোনো দুশ্চিন্তা
       বাধ্য নিয়মে চলা।


   ****************
        **********
           *******
              ****
01/12/2019
বহড়ু,দক্ষিণ 24 পরগনা,জয়নগর।