সরলতার সুযোগে অসহায় মানুষ
দুশ্চিন্তায় ভোগে,
দুষিত ধান্দাবাজ দুর্নীতির
বিষাক্ত রোগে।
মিথ্যা গালগল্প
ভ্রান্ত ধারণার স্বীকার,
আসল তথ্য গোপন করে
করছে যত চিৎকার।
দিনের পর দিন ধর্মের নামে
দোহাই দিয়ে চলছে অত্যাচার,
নির্মম নির্যাতনে
বহু মানুষ শিকার।
অসহায় মানুষ প্রাণ বাঁচাতে
ছাড়তে বাধ্য জন্মস্থান,
আর কিছু লোভী মানুষ কায়েমি স্বার্থে
নিচ্ছে দখল ও সুযোগ সন্ধান।
কিন্তু সৎ ও চিরস্থায়ী মানুষরা  
আজ মিথ্যা ভুল বোঝে,
দুশ্চিন্তায় রজনীতে জাগে
বাঁচার পথ খোঁজে।
কিন্তু  অজানা ভয়ে শঙ্কিত
স্থায়ী বসবাসকারী আদি জন,
ভাবছ কেন মিছামিছি
ওহে মুসলিম, ওহে হিন্দু, তোমরা যে ভাই বোন।
যুগে যুগে মানুষে মানুষে
কেন এত ভেদাভেদ,
শণিত রক্ত বড়ই প্রযোজন
সেথায় নাই কোনো অভেদ।
মাটির রসে, প্রাণ ভরে নিঃশ্বাসে
প্রতি প্রাণ যে বাঁচে!
সংষ্কারের বেড়াজালে কেন
এত দ্বন্দ্বযুদ্ধ আনাচে কানাচে।
আমিই বড় তুমিই বড়
তাতে কি যায় আসে?
অপার স্নেহ ও ভালোবাসায়
ধর্মের গোঁড়ামী কেন আসে?
-----------------------
14/12/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।