[*গতকাল সন্ধ্যা 6টায়-18/11/2019(ইং)
কলকাতার মাঝেরহাট রেল স্টেশনে
এক স্বর্গীয় দৃশ্য চাক্ষুষ অনুভব করেছিলাম,
তার অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টাকরেছি মাত্র।]
-------------------------------------
অনুভব
  বিশ্বজিৎ মারিক ( বিশ্বরুপ)
-------------------------------------


একান্ত স্নেহের টানে মূক পশুর যত্ন
দেখলাম এক তরুণীকে প্লাটফর্মে
মাতৃসমা রুপে পরিচর্যায় এক রত্ন
ব্যস্ততায় সবাই সবার আপন কর্মে।


দুর্লভ এক অপূর্ব দৃশ্যে নয়ন সৃক্ত
গভীর প্রত্যাশায় আমার হৃদয় আপ্লুত
পশু-মানবের অকৃত্রিম প্রেমের সম্পৃক্ত
এখানে লালসার ব্যঙ্গচিত্রে বাতাস দুষিত।


অতি সাধারণ জীবনে এলোমেলো শত কাজে
জীবন সংগ্রামে নৃত্য যেখানে পড়ে পদচিহ্ন,
সেখানে হারিয়ে যাই হাজার মানুষের মাঝে
এখানে আঁস্তাকুড়ে পড়ে আছে অভুক্ত মধ্যাহ্ন।


চিন্তা চেতনা হারায় ভয়ঙ্কর নেশার অনলে
স্নেহময়ীর করুণার স্পর্শ যদি ঝরে পড়ে
অসুস্থমন বিষাক্ত কামনা মোছাও ধরাতলে
তুমি আবার ফিরে এসো এই অবুঝের তরে।

প্রভাতে ও মধ্যাহ্নে তুমি সাঁঝের বেলায় তুমি!
তুচ্ছ-নগণ্য বলে যাকে কেউ কখন বাসেনি ভালো,
ভক্তিরঅর্ঘ্য নিবেদনে তুমি সেই প্লাটফর্মে পশুপ্রেমী
তব সেবায় প্রজ্জ্বলিত হোক সকলের অন্তরআলো।


  
****************************
     ************************
           ******************
                 ************
                    *********
                       ******
                         ****
19/11/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর