অস্তিত্ব
কলমে--------বিশ্বজিৎ মারিক  


মোমবাতির আলোর মতো  জ্বলছে,
ধিকিধিকি পরমায়ুর অস্তিত্ব।
নীচে ঘন কালো অন্ধকারে জমছে
অস্পষ্ট বেদনার তরলের  গাড়ত্ব।
যেন উত্তপ্ত আগ্নেয়গিরির লার্ভার স্তরে
জীবন হৃৎপিণ্ডটা কাঁপছে।
বেলা শেষে গোধূলিতে একদিন
দেখা হয়েছিল জোৎস্নার সমুদ্রতটে,
ক্ষণিকের সুখ আর অনাবিল আনন্দ
ধরা দিয়েছিল জীবনের পেক্ষাপটে।
জনমানবশূন্য নির্জন জীবনের পথে
হটাৎ ভীষণ সাইক্লোন বয়ে যাবে।
সবাই যখন ব্যস্ত থাকবে আপন কর্তব্যে!
কেউই হবে না জীবনের সহযাত্রী।
এই জীবনের মধ্যগগনে
ছিল যে ক্ষণ টুকু -
ব্যস্ত উদরপূর্তিতে,চাকার মতো
অথৈ শূন্যতায় ডুবিবে সবটুকু।


*********************
01/07/2021
জয়নগর