এখন ও জেগে আছি
একটি মাত্র চার দেওয়ালের গণ্ডির মধ্যে!
ভোরের আলোর কণা প্রবেশ করছে
ঘুলঘুলির ছিদ্র দিয়ে।
দূরে আজানের আওয়াজ ভেসে আসে
মনটা কেমন চঞ্চল হয়ে পড়ে,
অলসতায় শরীরের আড়ষ্টতা
চেতনাকে জাপটে ধরে।
প্রতিবন্ধকতা ঠেলে উঠতেই হবে,
নতুন প্রত্যাশা নিয়ে!
এভাবেই কি কেটে যাবে সারাটা মাস,
সম্পূর্ণ একটি বছর!
একই রকম গতানুগতিক।
বয়সও বাড়ে প্রতিটি সেকেন্ডে নিঃশব্দে।
অনেক কিছু স্বপ্ন জাগে দুচোখে,
রং তুলি দিয়ে মন চায়
নতুন কিছু চিত্রপট আঁকতে!
কিন্তু অজানা অতৃপ্ততা
পিছন হতে টেনে ধরে।
মন ছুটছে বেরোতে চাইছে
এই সংকট থেকে,
কিন্তু কঠিন বাস্তবিক পরিস্থিতি
গতিরুদ্ধ করে সবকিছু।
অজস্র মানুষ হয়তো--
এভাবেই অভুক্ত থাকবে
অনন্তকাল!