দেশের  রন্ধে রন্ধে অবক্ষয়ের বাসা,
কোটি কোটি মানুষের স্বপ্ন ধোঁয়াশা।
কঠিন বাস্তবের মুখোমুখি লক্ষ লক্ষ বেকারত্ব,
শিশুর নির্লিপ্ত চাহনি ক্ষুধায় অভুক্ত।
কর্মহীন মানুষের নীরব যন্ত্রণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি কি সান্ত্বনা!
সুরক্ষা ও সুশিক্ষা লণ্ঠনের আলো ধরে--
ঝোড়ো বাতাসে ভেসে যায় অন্ধকারে।
দেড়শো কোটি প্রাণের সঠিক নিরাপত্তা,
বলতো আছে কি কোনো খুশির বার্তা।
তবে কেন এতো মিছিমিছি কুটুম্বিতা,
যে দেশ শিশু ভূমিষ্ঠ হলেই পায় ঋণের দায়বদ্ধতা।
সরল মেহনতি মানুষই শুধু মার খায় আর লড়ে,
ক্ষমতাবান লোভীর লালসা চোখ শুধু ইমারত গড়ে।
মুখেই যত ভাষণ আর প্রতিশ্রুতির বন্যা,
সোনার বালা দেখিয়ে বলে আমরাই অনন্যা।


   *******************
        **************
               ********
                *******
                   ****
22/10/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।