আজকাল মানুষজন খুবই প্র্যাকটিক্যাল
বাংলা সাহিত্য চর্চা, কাব্য কবিতা পাঠ
নাকি ভীষণ সেকেলে,
পুরোনো ব্যকডেটেট।
এখন একটা নতুন ফ্যাশন হয়েছে -
ইন্টারনেট, ম্যাসেনঞ্জার হোয়াটঅ্যাপ্ ফেসবুক
যদি না করে তাহলে সে আধুনিক নয়!
বাংলা সাহিত্যের মাধুর্য্য-
আজকের দিনের বিলাতি রঙীন তরলের পেয়ালায়  হারিয়ে গেছে।
পাঠ্যপুস্তকের সিলেবাসে বর্ণনামূলক জ্ঞানের বিষয়গুলো আর নেই বললে চলে
সমস্তটাই অবজেক্টটিভ
শিক্ষা আজ আর উপযুক্ত জ্ঞান অর্জনের মাধ্যম নয় শিক্ষা এখন পেশাভিত্তিক ব্যবসায়ীক স্বার্থের পরিপূরক।
আধুনিক সমাজ এতটাই ফ্যাসানেবল অমানবিকতা যে সহজ সরল পথ ছেড়ে বাঁকা পথই পছন্দের!
অর্থ আর স্বার্থ যেখানে সম্পর্ক গভীরে আবদ্ধ।  ভালো মন্দ বিচারবোধ  হারিয়ে যেতে সেখানেই বাধ্য।
আজকাল লাইব্রেরীগুলোতে আগের মতো
মানুষের বই পড়ার সেই উল্মাদনা দেখি না!
শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র,ও রবীন্দ্রনাথর লেখা প্রবন্ধ  উপন্যাস পড়ার মত সেই গ্রন্থকীট
কোথায় যেন হারিয়ে গেল।


     _=_=_=_=_=_=_=_=_


20/06/2020
বহড়ু ,জয়নগর