স্বপ্নের সমুদ্রে আমি একা দাঁড়িয়ে!
বিন্দু বিন্দু ঘাম ঝরছে কপালে ।
চারিদিকে বেকারত্বের যানজট!


শক্ত কংক্রিটে হটাৎ বজ্রপাত
শহরের রাস্তার মোড়ে
দাঁড়িয়ে আছে উদাস নয়নে
ভিক্ষুক হাত বাড়িয়ে দেয়।


চারিদিকে ভীষণ ব্যস্ততা
একটি লম্বা রাজনৈতিক মিছিল
এগিয়ে চলেছে প্রতিবাদী ঝাণ্ডা নিয়ে।
শহরের রাস্তায় অসংখ্য
গাড়ির লম্বা লাইন।


নাটকীয় পরিবর্তন।
পুলিশের গাড়ির তীব্র লাল আলোয়
শহরের রাস্তা ভিজে গেছে।
মনে হলো মুহূর্তে সময় থমকে দাঁড়ায়।


জ্বলছে আগুন পুড়ছে মন
পৃথিবী কি শান্ত হবে !
গরম বাতাসে ভারী নিঃশ্বাস,
বিশ্বাস হারিয়ে যায়!


সাঁজোয়া গাড়ীর ধোঁয়ার মত
দুষিত মানবিক বাতাস।
ক্রমশ ফুরিয়ে যাচ্ছে
জীবনের নিষ্পাপ আনন্দ,
হারিয়ে যাচ্ছে সকল শুভ অনুভূতিগুলো।
কপালে চিন্তার ভাঁজ
কিছু তর্কবাগ্মীশ যুক্তির ঝড় তোলে,
সমস্যার মাঝে আরও কিছু
নতুন সমস্যা তৈরি হয়।


আসল সমস্যাটাই চাপা পড়ে যায়
অদৃশ্য অর্থনৈতিক শোষণের চাকার তলায়।
        -----------------------


23/08/2021
বহড়ু আলিপুর জয়নগর দক্ষিণ 24 পরগনা।