বিস্ময় ভরা জগতে
চারিদিকে অগণিত মানুষ,
জীবিকার প্রয়োজনে
অধিকাংশই শহরমুখী।
নিত্যযাত্রী লোকাল ট্রেনে বাসে
ঝলমলে আলোয়,
কর্ম কোলাহলের মাঝেও
সবকিছু পরিপাটি!
হাজার মানুষের হাজার চাহিদা,
জমেছে অফুরন্ত সমস্যা!
কেন্দ্রবিন্দু প্রচুর অর্থ!
অর্থের যোগান ক্রমশ প্রশমিত!
শুধুই ভালো থাকার জন্য,
সুস্থতার জন্য লড়াই;
সকাল হতে সন্ধ্যে।
নিত্যকার পরিবহণ
ভীড়ে ঠাসাঠাসি,
মানুষের চিৎকার,
যানবাহনের আওয়াজ
মিলেমিশে একাকার।
কত শত মানুষ একসাথে
লক্ষ্যপূরণে আসা যাওয়া।
ঘড়ির কাঁটাটিও ঘুরছে
অনন্তকাল টিক টিক টিক!
সকাল গড়িয়ে সন্ধ্যে
নতুন দিনের অপেক্ষায়
বসে থাকে অসহায়
ব্যস্ততার মাঝে একাকিত্ব।
অশুভ চেতনার অবসানে
আসবে কবে নতুন শুভক্ষণ।
    *********