আর কত নৃশংস দৃশ্য
মানুষ দেখবে ?
চারিদিকে শুনি ক্রন্দন,
তবু কেন চুপচাপ থাকবে!
খবরের কাগজের পাতায় পাতায়
বড় বড় ছবি দিয়ে হেড লাইনে,
বর্বর পশুর মতো, প্রকাশ্যে---,
এই র্বরতার শাস্তি হোক কঠিন আইনে।
আজ এই সমাজে দেখি----
ভয়ঙ্কর অবক্ষয় পরিপূর্ণতা
কে বাঁচাবে মানবেরে,
কোথায় তার  নিরাপত্তা?
দুর্নীতি আর কূট নীতির এই খেলায়
অর্থ যদি হয় রক্ষা কর্তা,
আইন কে নিজের হাতে নিয়ে,
কেন অসহায় নারী আজ ধর্ষিতা!
এই ভারত ভূমিতেই জন্মে ছিলেন
কত মহাপুরুষ ও সংষ্কারক,  
ওদের জ্ঞান ও বাণী শুধুই কি
পুঁথি সর্বস্ব শিক্ষার বাহক।
এমন আর কত প্রিয়াঙ্কা রেড্ডির জীবন
এভাবে হারাতে হবে,
দেওয়ালে পিঠ ঠেকে যাবার আগে
ঘুরে দাঁড়াবে কবে?
আজ সর্ব কনিষ্ঠ মুক্তিযোদ্ধা
ক্ষুদিরাম বসু জন্ম দিনে
প্রতিবাদের ভাষা গর্জে উঠুক
মানুষের অন্তর মনে।
------------------------
03/12/2019
বহড়ু, দক্ষিণ 24 পরগনা, জয়নগর।


***
এখানে আমার ভাবনায় ভাঙা ঘরের অর্থ দেশের হাল, আর ভূতের তাণ্ডব অর্থে নররূপী নৃশংসতা।)