সুবিশাল দেশ ভারতবর্ষ,
এখানে সর্ব ধর্মের সমাবেশ,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকালের সমান অধিকার।
সুস্থ ভাবে শান্তিতে বসবাসের পরিবেশ।
মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ
একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় আবদ্ধ
এখানে নানা বৈচিত্র্যের মধ্যেও মোরা নই প্রভেদ।
দেশের স্বাধীনতার তরে
কাঁধেকাঁধ রেখে লড়াই করেছেন কত বীর,
ওদের স্বার্থ ত্যাগের রক্তে আমাদের গর্বে বুক ভরে।
হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ খ্রীষ্টান-----
একই সুর ছন্দে গাহি জাতীয় সাম্যের গান।
শয়তানের পাশার চালে আমরা হব না উন্মাদ!
স্বদেশের সম্পদ সুরক্ষিত রাখব করব না সংঘাত।
      ------------------------
18/12/2019
বহড়ু,দক্ষিণ 24 পরগনা,জয়নগর।


India


- Biswajit Marik (Biswrup)


Vast country India,
Here is the rally of all religions,
Nation has equal rights for all, irrespective of religion.
A peaceful living environment.
There is no discrimination in human beings,
Respect for one another is bound up in love,
There is no difference between the variations here.
For the independence of the country,
How many heroes have fought shoulder to shoulder,
Their pride filled our chests in the blood of abandonment.
Hindu Muslim Buddhist Jain Sikh Christian-----
Singing songs of national similarity in the same melody.
We will be mad to be the devil's pawn!
We will safeguard the wealth of our country.
------------------------
18/12/2019