অন্ধবিশ্বাস আর কুসংস্কার
যতদিন পৃথিবীতে থাকবে
আসল সত্য নির্ভীক ভাষার
কন্ঠ রোধ চলবে।
সততা, নিষ্ঠা, অপ্রিয় সত্যের
সমর্থন করেনা কেউ
অসৎ হিংস্র  শক্তিশালীর
দেখছি  অনেক ফেউ!
প্রকৃত জ্ঞানের সঠিক চর্চা
আজকে বড়ই অভাব
অর্থলোভী বদ বুদ্ধির মদতদারি
কত মানুষের স্বভাব!
জাত পাত ও শ্রেণীবিন্যাস
বিষবৃক্ষের মতো
সবার উপর মানব ধর্ম
এখানেই দ্বন্দ্ব যত!
ধর্মের নামাবলী গায়ে জড়িয়ে
যারা  তত্ত্বকথা শোনায়
আসলে তারা ভীষণ স্বার্থলোভী
মানুষকে তারা ঠকায়।
শিক্ষা দীক্ষা পেশা-ভিত্তিক
মানবিক মূল্যবোধ শূণ্য
অর্থ যার উচ্চশিক্ষা তার
এটাই কেন প্রাধান্য?
লোভী মানুষের উদ্দেশ্য পূরণে
সবকিছুই আজ দূষিত
মাটি জল আলো বাতাসটাও
অর্থের মূল্যে বিক্রীত।
রক্ষক আজ ভোক্ষক হয়ে
বেচে দিচ্ছে দেশটা!
আইন কানুন বিকৃত করে
অসৎ লড়ছে কেসটা।
মূর্খ বসে রাজ সিংহাসনে
জ্ঞানী ধরে ছাতা,
যত দেশদ্রোহী যত ভণ্ডস্বামী
হলেন বিধান দাতা।
-------------------