পুজো আসে পুজো যায়
জীবনের স্বপ্ন কল্পনার রঙ বদলে যায়।
মুহুর্তের কোলাহল আনন্দ
বিষাদের অশ্রুতে ভিজে বন্ধ।
ফেলে আসা বিগত দিনের স্বপ্ন আজ স্মৃতি,
আগামী দিনের তরে জানাই শুভেচ্ছা ও প্রীতি ।
তবুও মনে স্বপ্ন নিয়ে চলতে হয়,
নতুন ভাবে বাঁচতে হয়।
এটাই  যে জীবন, বিধাতার লিখন
যন্ত্রণা ক্লীষ্ট মন নিয়েও বাঁচাই জীবন ।
কালের নিয়মে কোনো একদিন মাঝরাতে
আমিও হারিয়ে যাব একদিন নীরবে অশ্রুপাতে।
ক্ষুদ্র অস্তিত্ব, সুখ দুঃখ প্রকৃতির এই বাতাসে।
গহন অন্ধকারে হারিয়ে যাবে এক নিঃশ্বাসে ।



----------*******-----------