অন্ধকার  আছে বলেই
আলোর দ্যুতির এত কদর,
খারাপ আছে বলেই
ভালোর এত আদর।


মন্দ কথা লোকে এত বলে বলেই
ভালো কথা বলতে লজ্জা পায়,
অসৎ মানুষ সমাজে আছে বলেই
সৎ মানুষকে সবাই  সম্মান দেয় ।


বাহ্যিক দৃষ্টিতে সুন্দর যা কিছু দেখি
হয়তো তাও সুন্দর নয়,
বাহ্যিক দৃষ্টিতে কুৎসিত দেখালেও
আন্তরিক শুদ্ধতায়  সৌন্দর্য প্রকাশ হয়।


প্রদীপের আলোর সৌন্দর্যের
পাশেই অন্ধকার  বিরাজমান,
সূর্যের আলো ভীষণ হলেও
চাঁদের আলোকে কেউ করে না অসম্মান ।


তাই বলছি শোনো অবুঝ মন
সুখের পরেই দুঃখ আসে,
নারী ও পুরুষ  আলাদা কতই  
তবুও ত তারা  ভালোবাসে ।


ছুটছে গাড়ি ছুটছে মানুষ  
মোহের টানে এক নিমেষে,
অন্তরযামী ঈশ্বর সবই দেখে
মনে মনে কত না হাসে।


--------******--------