একমুঠো প্রেমের সঙ্গীত
তুমি পেতে চেয়েছিলে!
ভয়ঙ্কর সামাজিক পঙ্কিলতার মধ্যে
তুমি হারিয়ে যেতে চাও নি !
নারীর টান ছিন্নমূল হয়েছিলে
চোরা বালির স্রোতে বেঁচে থাকার জন্য।
স্বপ্নকে পেয়ালার স্রোতে
ভাসিয়ে দাও নি কখনও!
জীবনের অন্তীম সময়টা শেষ হবার আগেই-
নিজের হাতে সময়টাকে
হত্যা করলে মাটিতে আছড়ে পিষে,
মিশে গেলে বাতাসে।
হাজার মানুষকে কাঁদিয়ে
তুমি কিন্তু মহামানব হতে চাওনি!
চেয়েছিলে নিঃষ্পাপ প্রেমের সাগরে ডুবে থাকতে।
তিলে তিলে গড়া শিক্ষার সাম্রাজ্যের ঐশ্বর্য
বিলিয়ে দিতে পারতে অসহায় কচি মুখে।
ব্যর্থতার আপন গ্লানি
স্বার্থপরের মতো চুপ হয়ে গেল!  
পাথরের প্রতিমূর্তি জলছবির মতো
আজ শুধুই হৃদয়ের আঁকা ছবি।
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
--------------------------------------------
*(একজন সহকর্মী তরুণ যুবকের অকাল প্রয়াণে এই কবিতাটি নিবেদন করলাম।)
প্রয়াণ দিবস- 26/02/2021
-‌-------------------------------------------
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।