সিঁদুর রঙে রাঙিয়ে
মুক্ত হাসি ছড়িয়ে
চোখের ভাষায় মাতিয়ে
দিল জীবন ভরিয়ে।


আনন্দকে হৃদয়ে মেখে
দুঃখ টাকে দূরে রেখে
স্বপন গুলো বুকে নিয়ে
মনের আলো জ্বালিয়ে।


তুচ্ছ মায়ার বাঁধন খুলে
মাতলা হাওয়ায় পাল তুলে
অচীন দেশে যাই চলে
বিভেদ বাঁধা সব ভুলে।


সবুজ ঘেরা বনানী
ছোট্ট আমার গৃহখানি
এক চিলতে সুখ আনি
ভরিয়েছে মোরে হৃদয়খানি।


সুখ দুঃখ ভাগ করে
আনন্দ ভরি ছোট্ট নীড়ে
হোক না যতই ঘর কুঁড়ে
ভালোবাসা হৃদয় জুড়ে।


শিশির ঝরা সবুজ ঘাসে
দূর্বা দলে ঐ মুক্ত ভাসে
অলস শীত ভোর আকাশে
সূর্যিমামা মুচকি হাসে।
---------------------
22/10/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা, জয়নগর।