চোখ


জ্ঞান হবার পর হতে
যখন উন্মোচিত হয়েছিল
দুটি জ্ঞান চক্ষু
কত রঙিন স্বপ্ন
কত না রঙিন কল্পনা
ভরে উঠেছিল প্রস্ফুটিত নব চেতন মনে।
ছুটে গিয়েছিলাম দেখিতে
সম্মুখে ছড়ানো প্রকৃতির রূপ।
অসংখ্য খুশি দুচোখ ভরে
শুধু দেখবো উদাস  নয়নে চেয়ে।
পাখির মতো উড়তে চেয়েছিল মন
ওই অসীম শূন্য আকাশে।
নয়ন সার্থক করব বলে
ফুলে ফুলে প্রজাপতির মতো
উড়ে যেতে চেয়েছিল বারবার
হতাশা কিংবা ব্যর্থতায় হারিয়ে যায়
এই সময়ের ঘূর্ণিপাকে ।  
চেয়েছি দু চোখের স্বপ্ন গুলো জাগিয়ে রাখতে।শুকনো ঝরা পাতার মতো
সবুজ পাতাগুলো যেমন ধীরে ধীরে
বিবর্ণ হতে হতে ক্রমশঃ
হলদে হয়ে চুপ করে অজান্তে
মাটিতে ঝরে পড়ার মতো।
জীবন থেকে হৃদয়ে আঁকা ভাবনাগুলি
এমনই আলতো ছোঁয়া রেখে
কেন এমন হারিয়ে যায়।
অনেক প্রতিবন্ধকতা আর বাস্তবের
ধূসর পথে বাধা এসে
জীবনে চলার গতিপথ পাল্টে যায়।
হয়ত তুমি চাওনি
তোমার যা হবার ছিল,
তা তুমি হও নি
তবে হতাশার অশ্রু ঝরিয়ে
বাঁচার কোন মানে নেই।


-------------------------