লক ডাউন হয়ে বসে আছি চার দেওয়ালের গণ্ডির মাঝে
দুঃখ নেই কোনো চালিয়ে নেবো কোনো মতে দুমুঠো সকালে ও সাঁঝে।
কত মানুষ বসে আছে ফুটপাতে দুর্ভাগ্যের  স্বীকার হয়ে
অন্ধ বিকলাঙ্গ অসহায় মূক পশুর মতো ডাস্টবিনের পানে চেয়ে।
ওরা কেমন করে বেঁচে আছে এই বিশ্ব মহামারীর কবলে পড়ে !
রাস্তা ঘাট ভীষণ  নিঃস্তব্ধতায় এক মুহুর্তে সবকিছু  দিয়েছে কেমন   মুড়ে!
টিভির পর্দায় ভেসে ওঠে শুধু  একটাই খবরে হৃদয়টা মুচড়ে ওঠে !
একটি একটি করে সতেজ  প্রাণ বায়ু মৃত্যু মিছিলে হাঁটে!!
দুর্ভাগ্যের এই বিষ নিঃশ্বাসের কালো ছায়া কবে মুছে যাবে!
পৃথিবী আবার আগের মতো বাঁচার স্বপ্ন দেখাবে কবে?
আপন মারণাস্ত্রে স্বজাতির ধংসলীলায় মানুষ কেন মাতে!
প্রতিহিংসার আঁচড়ে,ক্ষমতার অপব্যবহারে মনুষ্যত্ব আজ বড়ই তলানিতে!


রক্ষা করতে অপরুপ বৈচিত্র্যে সাজানো সৌন্দর্যে ভরা জগৎসংসারকে!
বিশ্বের সকল রাষ্ট্র হতে কেন ধ্বংস করে না সব ভয়ঙ্কর মারণাস্ত্রকে!!
         --------------