নীতি আদর্শ সব জলাঞ্জলী
উদ্দেশ্য লক্ষ্য বিজয়ের হলি।


বিজয় মিছিল করতেই হবে
যেভাবেই হোক জিততে হবে।


মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
ধনকুবের নেমেছে মাটিতে আজ।


গায়ে চড়িয়ে জনদরদীর সাজ
মুখে মধুর প্রতিশ্রুতির কাজ!


মনের দুঃখ মনেতে রেখে
সম্ভাষণ করো হাসি মুখে।


একে অপরের পিঠ বাঁচাতে
শিখতে হবেই বিনয়ী হতে।


হোক না নিত্যপন্যের মূল্যবৃদ্ধি
কলোবাজারীর সকল কার্যসিদ্ধি।


কারুর তাতে কি যায় আসে
গরীব শুধুই অন্ধকারে হাসে!


জনতার হোক শ্লোগান আজ
নিপাত যাও যত ধান্দাবাজ।
   ------------------