দেহের সাথে মনের সম্পর্ক
দেহ বাঁচে তো বাঁচে মন
আবার এই মনই দেহকে  
পরিচালন করে যেমন।


বাহ্যিক আঘাতে দেহ অসহায়!
মনই একমাত্র সান্ত্বনা,
কিন্তু মনের মানসিক দুশ্চিন্তায়-
দেহেই বাড়ে যত যন্ত্রণা।


প্রকৃতি ও সামাজিক পরিবেশ
সুস্থ ও সুন্দর রাখতে
সচেতন মনের মানুষ পারে
সমস্যার অবসান ঘটাতে।


পরিবেশের প্রভাবে দেহে মনে
কখন কষ্ট কখন আনন্দ।
সুন্দর মনের মানুষই অনন্য
জীবন মানে ভালো মন্দ।
----------------------
24/06/2020
বহড়ু,জয়নগর।