দুচোখ মেলে দেখি কত মানুষ পসরা সাজিয়ে
বসেছে জীবনের ঘানি টানার চেষ্টায়,
জীবনের হাটে শ্রম কেনাবেচা করে
মমতাহীন কঠিন বাস্তবতায়।
প্রকৃতির হাওয়ায় পৃথিবী জলে
এই মাটিতে স্বর্ণ ফলিয়েছে যারা ,
তাদের সন্তান অভুক্ত শুয়ে কাঁদছে আর
হায়নার মত লুট করে এ সম্পদ কারা!
নিয়তির কাছে ভাগ্য বেঁধে রেখে
সংসার সমুদ্রে দিচ্ছি আমরা পাড়ি,
নতুন সকাল দেখার আশায়
নতুন স্বপ্ন গড়ি।
স্বার্থের জন্যই কত সম্পর্ক কর
এটাই কঠিন সত্য!
প্রেম বিরহের লীলায় মেতে  
বুঝতে চাই না আসল তত্ত্ব।
প্রেমের হাটে প্রিয়া বসে থাকে
সুখের নীড়ে অপেক্ষায়!
মেটে না খিদে অন্তর দন্দে
সান্ত্বনা শুধু মনের ভাবনায়!
মানবতায় আর পাশবিকতায়
আজ একাকার হয় দেশটা,
জীবন যুদ্ধ শেষ হলেই তবে  
শেষ হবে দোকানের বেচাকেনাটা!
----------------------
30/11/2019
বহড়ু,দক্ষিণ 24 পরগনা জয়নগর
------------------------------------


( এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা করি অভিনয়
     সম্পর্ক যতটুকু আছে পরিশ্রম ভিন্ন নয়!
তা সংসারের গণ্ডির মধ্যে হোক
বা অন্য কোনো কর্ম জগতে হোক
শ্রম বেচতেই হয়!
এবং এর সমাপ্তি ঘটে একমাত্র মৃত্যুতে।  
এই অর্থে আমরা সবাই দোকানদার। )
---------------------------------------