কঠিন সময় মনের রোদ্দুর অন্ধকারে গেছে ঢাকি;
ঘনো কালো মেঘের ফাঁকে সূর্যি মামা
দিচ্ছে কেনো উঁকি !
অল্প রোদ্দুর অল্প আলোয়
কেনই এমন মাখামাখি!
সব সুরেই একটি কথাই বাজে
সতর্কতায় যেনো সবাই থাকি।
কিন্তু তবু্ও মানুষ ভোগে
অজানা অচেনা মারণ রোগে।
অজানা ভয়ে মানুষ কেনো হচ্ছে বিবেকহীন
গরীব মানুষ বাঁচার জন্যে কোথায় করবে ঋণ।
কেনো পাবে না চিকিৎসার সুযোগ
কেনো এতো দুর্ভোগ!
দুপর রোদে বৃষ্টি ভেজা সৌন্দর্যের
দৃশ্য দেখে খুশির থেকে দুঃখ কেন বেশি
আসমানে ঐ ঘন কালো চুলের বেনী
কে তুমি ভয়ংকরী এলোকেশী!
------------------------