আমিও তোমাদের মতো
এই ধরার বুকে
জীবন ধারণ করে
বেঁচে আছি!
কিন্তু আমি তো
এভাবে বাঁচতে চাই না!
আমি স্বপ্ন দেখেছিলাম --
সেখানে শুধু সবুজ প্রাণ
প্রকৃতির  গাছপালা আর বনের পাখিরা
একসাথে আনন্দে খেলা করে,
যেখানে প্রাণোচ্ছল ঝর্ণা আপন খেয়ালে ঝরে পড়ে কঠিন পাথরের বুক চিরে স্রোতস্বিনী নদীর বুকে।
আমি সেই নিঃষ্পাপ জীবন্ত প্রাণের সাথে জীবন কাটাতে চাই।
যেখানে নেই কোনো হিংসা, বিদ্বেষ-
ভরা আছে শুধুই প্রেম ভক্তি ভালোবাসা।
আমি এভাবে বাঁচতে চাই না!
নিত্য যেখানে একে অপরের রক্তে
হলি খ্যালে !
রাজ অট্টালিকার পাশে,
খোলা আকাশের নীচে-
জীবন্ত কত অসহায় প্রাণ কাঁদে হাসে!
এমন কৃত্রিম সমাজে
আমি জীবন কাটাতে চাই না!
যে সমাজে সততার চেয়ে
অসৎ অর্থের মূল্য বেশি!
সেই সমাজে আমি বাঁচতে চাই না।
এখানে গভীর রাতে
প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে
বাঁচার জন্য
পথের পাশে পড়ে গৃহহীন মানুষ
বড়ো পাইপের মধ্যে বন্য প্রাণীর মতো
বাঁচার আশ্রয় খোঁজে!
সেই অসুস্থ বিকারগ্রস্ত ঘৃণ্য সমাজে
আমি জীবন কাটাতে চাই না।
কত সহস্র মানুষ এই সমাজের বুকে নিত্য অভুক্ত থাকে সেথায়
অজস্র খাবার অবহেলায় ডাস্টবিনে পড়ে থাকে।
যেখানে রাস্তার কুকুরের সাথে কাড়াকাড়ি চলে !
আমি এমন সমাজে বাঁচতে চাই না কখনও!
আমি ভালোবাসাহীন হিংসার গরলে ভরা
লোভী স্বার্থান্বেষী আত্মকেন্দ্রিক
সেই জঘন্য সমাজকে ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি।
এতো প্রবিত্র জল-আলো-বাতাসকে
ওরা নিত্য করে কলুষিত!
আজও ধর্ম বর্ণ ও রঙের মধ্যে যারা বিভেদ খোঁজে!
তারা কেমন সুসভ্য মানুষ?
আমি ওদের চলার পথ
অনুসরণ করতে চাই না একসাথে।
আমি এভাবে বাঁচতে চাই না ওদের সাথে!
       *********
17/11/2020
বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা।