তোমার  এতো হিংসে  কেন ?
কিসের এতো ইগো?
আমি  তো তোমার বন্ধু বটে
এই কথাটাকি মানো!
সম্পর্ক কি শুধুই রক্তের টানে
ভালোবাসার নেই কি কোনো মানে?
স্বার্থের কারণে পাতানো সম্পর্কে
থাকে হাজার ছিদ্র।
নোনা জল গায়ে ছেটালেই
মনটা হয় কি উদার সমুদ্র!
কটু কথায় দুচার কথা শোনালেই
ভাবছো কিনা মাহাত্ম্য ।
আরে সবাই এতো বোকা নয়
বোঝে ভালো মন্দের গুরুত্ব।
ধান্দাবাজি ছাড়ো---
বেরিয়ে এসো খোলস ছেড়ে,
স্পষ্ট করে সত্যটাকে স্বীকার করো।
এখনও সবুজ প্রাণে কুসুম ফোটে
দেখো নতুন দিনের আলো
উদার চোখে মনের দুয়ার খোলো।
আজকাল রাজনীতির মঞ্চ দেখি
জমেছে আজব খেলায়,
প্রতিশ্রুতি নাটক করে
আখের গোছানোর তালে!
ভাষণ দেওয়াটা এমন কিছু নয়
আসল সত্য বচন কজন বলে!!
এডুকেশনের ডিগ্রিটা
আর নয় তেমন দরকারী,
টাকা থাকলেই পুষতে পারো
শিক্ষিত জ্ঞানী কর্মচারী।
যেমন খুশি পছন্দ মতো
জীবন তুমি বাছো,
মান-সম্মান আর ইগো নিয়ে
অহেতুক কেন নাচো?


------------@@@@@@-----------
জয়নগর দক্ষিণ ২৪পরগনা
রচনাকাল : ২৮শে শ্রাবণ ১৪২৮