কলমে ------বিশ্বজিৎ মারিক


আমি বহু বছর পেরিয়ে
হাজার কবিতা লিখেছি,
আমি বাস্তব সত্য অনুসন্ধানে
নিরপেক্ষ হতে চেয়েছি।
আমি পারিনি নির্লজ্জ হতে
ভূয়সী প্রশংসা কুড়োতে,
তোমার আলোর পথের বাঁকে
থেকেছি অধীর অপেক্ষাতে।
আমি শব্দের মিছিলে একা
হেঁটেছি নিঃশব্দে বিষণ্ণতায়।
তুমি আসোনি সহানুভূতি নিয়ে
জীবনের নিঃসঙ্গ সন্ধ্যায়।
আমি নিষ্ঠুর প্রেমের প্রলোভণে
দুহাত প্রসারিত করেছি
আর তোমাকে একান্তে ভালোবেসে
শুধুই স্বপ্ন দেখেছি।
তুমি পার্থিব সম্পদের নেশায়
মরীচিকার পেছনে ছুটে
ভীষন লালসায় চিকচিক চোখে
নিয়েছো লুটে পুটে।


************
রচনাকাল: ২২/১০/২০২১ ইং
জয়নগর