আমি তোমাদের হৃদয়ের কাছাকাছি
এমন একটা আধুনিক কবিতা খুঁজিতেছি,
যেখানে শব্দের ঝড় দেখতে চাইনা,
ছন্দের মেলবন্ধন চাই না।
আনন্দে হাসি পাবে,
বিরহে নীরব অশ্রু ঝরবে।
কোথায় কোন মনুষ্যলোকে আছে সঞ্চিত,
শরীরেও মনে শিহরণ হতে, হবে না বঞ্চিত।
ছদ্দবেশী ভয়ঙ্কর পাশবিকতার হবে উন্মোচন,
শত সহস্র মানব দুয়ারে ঘটবে জনবিস্ফোরণ।
কোথায় খুজে পাব এমন কবিতা?
আছে কি তার কোনো বার্তা?
    .......................


  29/062022
বহরু জয়নগর।