রাস্তার দাঁড়িয়ে লাইটার থেকে অগ্নি সংযোগ,
জলন্ত সিগারেট থেকে ধোঁয়ার রিং-
আধূনিক নারী-পুরুষের মুখমণ্ডলে চিন্তার রেখা গভীর মনোযোগ।
আভিজাত্য ও প্রতিপত্তির চুড়ায় দাঁড়িয়ে-
নারীত্ব কিম্বা পৌরষত্বের অহমিকা দম্ভ গিয়েছে আশমান ছাড়িয়ে।
দুটি মাংসল চোয়ালের মধ্য থেকে বেরিয়ে আসা নির্গত ধোঁয়ার কুণ্ডলী,
এই নির্মম বাস্তবতায় নেশা স্বীকৃতি দেয় কোন তরুণ-তরুণীর প্রজন্মগুলি!
মনের জগতে অলিক তৃপ্তির নিঃশ্বাস
ক্লান্তি দূর হবে সেটাই ভ্রান্ত  বিশ্বাস ।
বর্তমান সমাজে এযে ফ্যাসান আজ!
চোখে মুখে যেন কত চিন্তার ভাঁজ!
জলন্ত সিগারেটের অবশিষ্টাংশ পদলেহন
যে ছিল কিছুক্ষণ পূর্বে তার ওষ্ঠের চুম্বন।
এই অসুস্থ মন আজ কোন আধুনিক প্রগতি ধ্বজাধারী,
চিন্তা ও চেতনার অবলুপ্তিতে চরিতার্থ লোভী কারবারী!
       --------------------