মাঝে মাঝে মনে হয়  
সবাই আমরা কেমন যন্ত্রের মতো
ছুটে চলেছি !
ঠিক যেন দম দেওয়া ঘড়ি!
টিক টিক করে বুকের মধ্যে
হৃদপিন্ডটা ধুকপুক করে।
ঘুম থেকে উঠে
একই রকম একটা সকাল দেখি !
শরীরের বাহ্যিক পরিবর্তন শুধু অনুভব করি
যখন আয়নায় মুখ দেখি।
কিন্তু অবুঝ মন মানতে নারাজ
মনের ভাবনাগুলোকে প্রায় একই রকম।
পরিচিত মুখগুলো কাছে থেকেও মনে হয় বহু দূরে,
ভীষণ একাকীত্ব লাগে তখন।
বিস্ময়ে অভিভূত হই
যখন দেখি প্রাকৃতিক পরিবর্তনগুলো সাময়িক,
অথচ মানবিক পরিবর্তন চিরস্থায়ী।
ছয় ঋতু বার বার ফিরে ফিরে আসে
কিন্তু মানুষের মনগুলো একবার পাল্টে গেলে
আর ফিরে আসে না !
হয়তো তুমি বলবে এ স্বার্থপরতার ফল ,
মনের চাহিদা অনুযায়ী
নতুন পন্থা অনুসরণ করার চেষ্টা।
কিন্তু মুক পশুর তেমনটা নয়।
এই প্রকৃতির নির্যাসেই সব চেতনার
বিকাশ
অথচ কত বৈচিত্র্য কত পার্থক্য।
শত চেষ্টাতেও এই পরিবর্তনের অঙ্কটা
মেলাতে পারিনা কিছুতেই।
______________