প্রতিদিন ভোরে যেতে হয় তাকে
জীবনের তরে কর্মের অভিমুখে
অবোধ কচি কচি দুটো হাত নাড়ে
টা টা দেয় হাসি মুখে।
মা বাবা অকালেই গেছে দুনিয়া ছেড়ে
মানুষেরই দুর্নীতির কবলে পড়ে।
পনের বছর বয়স তার
নয় তেই শেষ পড়শোনা হল না আর
তিন ভাই বোনের সংসার।
ছোট্ট ছোট্ট তিন চার বছরের দুটি ভাইবোন  
এদের মাতৃসমা দিদি ঐ একজন।
সংসার চালাতে অর্থের প্রয়োজন
আছে শুধু ভিটেমাটি এতটুকু -
বড়ই অভাব আর যে চলে না জীবন।
কায়িক শ্রমে কিনেছে সে ভ্যানরিকশা
ভাইবোনদের মানুষ করতেই হবে এই আশা।
লড়াই করে অসহায় একটি অপ্রাপ্ত নারী
প্রতিদিন চালিয়ে নিয়ে যায় জীবনের গাড়ি।
হিংস্র লোলুপতার নিঃশ্বাস উপেক্ষা করে
অমানুষিক পরিশ্রমের চাকা আজও ঘোরে।


---------------------------------
12/11/2019
বহড়ু দক্ষিণ 24 পরগনা জয়নগর