গতানুগতিক বৈচিত্র্যহীন জীবন যাপন
অশান্ত উদভ্রান্ত জীবন;
সামাজিক কিম্বা মানবিক সম্পর্ক
উপস্থাপনায় অনুষ্ঠানটি সার্থক ।
অনাবিল আনন্দের বিশুদ্ধ বাতাস
প্রাণোচ্ছল উন্মুক্ত মনের বহিঃপ্রকাশ।
এখানে শৈশব, যৌবন বার্ধক্য
মেলবন্ধন সৃষ্টিতেও সার্থক।
প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে
মনও মানসিক স্বাচ্ছন্দ্য,
সংক্ষিপ্ত কর্মজীবনে ক্ষণিকের আনন্দ।
অনন্ত স্বপ্নের অপেক্ষায় রয়
আগামী দিনগুলো হয় স্বপ্নময়।
বিনোদন, ভোজনের উপকরণ,
যদিও বেহিসাবি পর্যাপ্ত আয়োজন।
সম্মিলিত মানুষের মিলন মেলা
খোলা আকাশের নিচে করি খেলা।
মনুষ্য জীবন তো জোয়ার ভাঁটা মতন,
কখন উত্থান কখন পতন।
সব সুখটুকুই জীবনের সম্পদ
দুই চোখ ভরে দেখি সমুদ্র-বন্দর-জনপদ।
কিছুক্ষণের জন্য তো পেলাম সান্ত্বনা
জানি জীবনের সকল আনন্দের যবনিকা
মিলিবে ঐ শূন্যতায়, অদৃশ্য হবে যন্ত্রণা।
তাই অন্তর দ্বন্দ্বের আবশ্যিকতার
কি প্রয়োজন আছে?
সন্ধ্যা নামে গভীর অন্ধকারে,
সূর্য ডুবছে সমুদ্র ঢেউয়ের মাঝে!
মানুষ তবুও যে স্বপ্ন দেখে
কখন আলো কখন অন্ধকারে
হারিয়ে যেতে যেতে
যতক্ষণ প্রাণবায়ু আছে অন্তরে।


======================
27/01/2020