ঘুম থেকে উঠে দেখি
ঠিক আগের মতন
দিনের আলোয় দেখি একই
একটি সকাল যখন।
অনুভূতি অনুভবে সূক্ষ্ম পরিবর্তন
জন্ম হতে মরণ!
জীবনের মাঝে হাজার উপকরণ
দৃষ্টিনন্দন অসংখ্য প্রলোভন।
আমি পৃথিবীর সবুজ উদ্ভিদ
চাইনা দাসত্ব জীবন
ধরণীর বুকে ধুসর মাটিতে
পেতাম অনন্ত জীবন।
শান্তির পরশ বুলিয়ে দিতাম
কোটি কোটি প্রাণে,
বুক ভরা নিঃশ্বাস ফেলে
শোনাতাম জীবনের মানে।
বোঝাতাম ত্যাগ কাকে বলে
সবুজ ঘাসের মধ্যে
স্মৃতি চিহ্ন রাখতে যাই
জীবনের সরল ছন্দে।
_________