বিধ্বংসী মারণ যঁজ্ঞের
আগুন জ্বলছে ধরনীতে
যুদ্ধবাজেদের রণহুঙ্কার,
অগণিত প্রাণ সংশয়
তবুও অব্যাহত
ক্ষমতার আধিপত্য বিস্তার।
আজও প্রতিটি দেশের ফুটপাতেও জন্মায়
অপুষ্টিজনিত মানব শিশু!
মণিমাণিক্য ভরা রাজপ্রসাদেও
জন্মায় শিক্ষিত হিংস্র পশু।
আধূনিক যুগের প্রতিযোগিতায়
কিছু চরিত্র ছদ্মবেশে ঢাকা
সুযোগ্য অধিনায়কের অভাবে
পরিচালকের আসনটাই এখনো ফাঁকা।
জীবশ্রেষ্ঠরা যদি গড়ে তোলে
মানবিক বন্ধন,
তবেই স্বাভাবিক ছন্দে চলবে
পৃথিবীর হৃদস্পন্দন!
প্রকৃতির সৃষ্টিরা বিশুদ্ধ নিঃশ্বাস নিয়ে
বাঁচুক সাবলীল ছন্দে,
বিশ্ব জগৎ এগিয়ে চলুক
ছয়ঋতুতে নির্ভেজাল আনন্দে।
বিষাক্ত বিধ্বংসী বারুদের ধোঁয়ায়
চারিদিক আচ্ছন্ন।
মহানুভব বুদ্ধ -খ্রিস্ট -মহম্মদ- শ্রীচৈতন্যের
আবির্ভাবে হোক পুনর্বার
মানুষেরই শুভ চেতনার পুনর্জন্ম।


  ্্্্্্্্্্্্