একটুখানি বিশুদ্ধ সুখ পেতে
দুহাত বাড়িয়ে দেখি
ভীষণ সংকটে পরিবেশ আচ্ছন্ন
বন্দী নিয়মে থাকি।


মনুষ্যত্বকে গলা টিপে মারে
কদর্য দূর্নীতির আড়ালে
মানুষের আজও দুর্বল স্থান
ধর্মীয় বিশ্বাস অন্তরস্থলে।


ঢাল নয় নিজ ধর্মকে
ধর্ম শুধুই ভালোবাসে
অপরকে যদি সম্মান দাও
শান্তি মনের আকাশে।


মানুষ বাঁচে মানুষের কর্মে
সম্পর্কের টানে ভালোবাসে
কুসংস্কার থেকে মুক্ত ধর্মে
প্রাণবায়ুর নিশ্বাস বাতাসে।