মুসারির জালের মতো অসংখ্য ছিদ্র
দুষিত বাতাস বয়েই যায়
অদৃশ্য চোখে পড়ে না যদিও
বক্তিতা হলে প্রশংসা পায়।
দলে দলে যোগদানে নামও লেখায়
বাহ্যিক দৃষ্টিতে রাস্তা আঁকাবাঁকা ভয়
অত্যন্ত সহজ কিন্তু সবার জন্য নয়।
চিৎকার করে গলা ফাটলেও সবাই কেমন
ফ্যাল ফ্যাল করেই তাঁকিয়ে থাকে।
যদিও আজ সাংবাদিকতার তত্ত্বাবধানে
বাজারটা কিন্তু ভালোই গরম রাখে।
কিন্তু আসল সমস্যা নৈব নৈব চ
কার কি যায় আসে!
গতানুগতিক ছন্দে মানিয়ে নেওয়া ছাড়া
আর কিছুই থাকে না
পোস্টারের পর পোস্টার দেয়ালে সাঁটা হয়  
গরম খবর মানুষের মন ভীষণ তোলপাড় করে।
রাত টুকু পেরিয়ে গেলে বাসি মরার মত
ডাস্টবিনে ফেলে দেয়।
নতুন কোন একটা খবর এসে
পুরনোকে চাপা দিয়ে যায়।
তাতে কারো কিছু যায় আসে না।
মর্মান্তিক ঘটনা নানান সমালোচনায়
এক সময় মনে হয় যেন কথার কথা।
-------------------------