অসংখ্য মানুষের চিন্তা চেতনা
আমিত্বেই মিশে আছে!
রক্ত, মজ্জা মাংসের শরীর
অহং আভরণে নাচে।
সততাও বন্দি অসৎ পিঞ্জরে
কাঁদে মুক্তির অপেক্ষায় ,
পাপ পূর্ন্য দাঁড়িপাল্লায় ওঠে
হিসাব মেলাতে চায়।
ভয়ঙ্কর কালো মেঘের আড়লে
শুভ্র মেঘের ভেলা।
বাহিরে মিষ্টতা অন্তরে গরল
নিত্য কতই ছলাকলা।
সব কিছু জানিতে গিয়েও
কতকিছু থাকে অজানা,
জানা যায় না এতটুকুও
নিজেকেও হলনা চেনা!
আমির মধ্যে কেন আমিত্ব
মাটির পর্শে জন্ম,
জানিতে বুঝিতেই হলো শেষ
হলোনা আসল কর্ম।


***********
২৭/০১/২০২২(ইং)
বহরু, জয়নগর।