রক্তচোষা গিরগিটি অপলক দৃষ্টিতে
তাকিয়ে আছে  শুধু তোমার জন্য,
রঙবাহারি প্রজাপতি দেহের তৃষ্ণা মেটাতে  
ফুলের মধু সৃষ্টি হয়েছে শুধু ত ওদের জন্য ।
ঐ ক্ষুদ্র কীট পতঙ্গেরদল জানে কি?
ওদের জন্য অদৃশ্য মৃত্যু ফাঁদ পাতা আছে কি!
রক্ত চোষা গিরগিটির লগলগে জিহ্বার লালসায়
কত ক্ষুদ্র প্রান অজান্তেই মিশে যায়।
তুমি কেন কর এ দেহে উগ্রতার ছোঁয়া
সবকিছু মিথ্যে মরীচিকাসম কালো ধোঁয়া ।
সকল জীবের তরে
কেন তুমি আস বারে বারে ।
আমরা  বেশি বুদ্ধিমান
তোমার জন্যই তো রাখি না আত্মসম্মান ।
সবুজ তৃণ হতে সুবিশাল বৃক্ষরাজি বিধাতার সৃষ্টি
তোমার জন্য কভু দেখি না হিংসার দৃষ্টি ।
এমনটা যদি হত
যতটুকু প্রয়োজন মত
হাত বাড়ালেই পাওয়া যেত ।
তাহলে হয়তো এ ধরনী স্বর্গ হত !


* * * * * * * * * * * * *