তুমি ভারতের স্বাধীনতার যুদ্ধে
প্রথম প্রতিবাদী শহীদ
তব আত্মত্যাগে ধন্য ভারতভূমি।
তুমি অশ্রুসিক্ত সঙ্গীত।


তোমার তেজদীপ্ত আঁখিতে ছিলো
দেশপ্রেমের প্রবিত্র আগুন
জ্বলে উঠেছিলো প্রতিটি চেতনায়
ভারতের সহস্র তরুণ।


যুগ যুগান্ত ধরে তুমি
সহস্র মানব হৃদয়ে
আজও জীবন্ত হয়ে আছো
উজ্জ্বল নক্ষত্র হয়ে।


তোমার মতো অমূল্য রতন
কল্পনায় দেখি নাই,
আর একটিবার এসো দর্শনে
সার্থক করিতে চাই।
-----------------
বহরু: জয়নগর
১২/০৮/২০২০ইং