আমি চাতক পাখির মতো,
          প্রখর গ্রীষ্মে জীবন বাঁচাতে,
কঠিন পাথরের দেহে জলের স্বাদ পেতে
          গভীর প্রত্যাশা নিয়ে
দুহাত বাড়িয়েছিলাম।
          দেখি ভীষণ প্রলয় তাণ্ডবে,
শাশ্বত সুন্দর মিলিয়ে গেল,
          কেমন অবাক চোখে শুধু দেখি
উদ্বেগহীন স্থবিরের মতোই
          সম্মুখ দিয়ে নীরবে শুধু চলে যায় ।
চিন্তায় চেতনায় কেমন ফ্যাকাশে
          পড়ন্ত বেলায় যেমন
সূর্য সমুদ্রে ডুবে যায়।
          অস্তমিত মৃদু আলোর রেখা,
স্মৃতির পাতায় অমলিন রেখাপাত করে ।
      কবির হৃদয় বেদনায় মোচড় দিয়ে ওঠে,
সমবেদনার দল বাঁকা হাসে।
          স্তাবকেরা বাইরের
রংচটা দেওয়ালে পোস্টার মারে,
         প্রতিবাদের  ভাষাকে
সচল করবে বলে ।
         আমি বেদুইন মনে
স্বপ্নের জাল বুনি।
          আজ মানুষের লোলুপতার নিঃশ্বাস
সভ্যতাকে ব্যঙ্গ করে ।
          যদিও একদিন প্রযুক্তির হাত ধরে,
নির্মম নিষ্ঠুরতার সমাধিস্থ হবে ।
          রুক্ষ শুষ্ক মৃত্তিকাতে।
*************************