আমার ভীষণ লজ্জা করছে
তোমরা কেমন মানুষ!
বলতে হচ্ছে মানুষ হও---
নেইকো এতোটুকু হুঁশ!
জ্যান্ত মানুষ খেতে পায়না
মৃতের জন্য খরচ
আতিথ্যেয়টা প্রাধান্য দিতেই
দেখছি ভীষণ গরজ!
যারা দিবারাত্র ফসল ফলায়
ফেলছে মাথার ঘাম
ওরাই মোদের শ্রেষ্ঠ ব্ন্ধু
ওদের করো সম্মান।
লেখা পড়াটা শেখা দরকার
বলতো কিসের জন্য ?
জীবন বাঁচাতে লড়াই করে
স্বদেশ মায়ের জন্য।
বলতে আমার লজ্জা লাগে
ওরা ধনীলোক বটে
টাকার নেশায় ছুটছে শুধুই
সুশিক্ষা নেইকো ঘটে।
শিক্ষিত হয়েও কলমের খোঁচায়
চলছে গোপনে চুরি
সেই খেসারত দিতে গিয়ে
মেহনতির হাতকড়ি!
ক্ষুধার জ্বালায় গরীব যদি
করে সামান্য ত্রুটি
চরম শান্তি পেতেই হবে
সবাই ধরবে টুঁটি।
এমন একটা সকাল হোক
অসহায় মুখে হাসি
সাহস করে বলতে পারুক-
সত্যি কত খুশি !!


*****@@@@@@****
আলিপুর বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা জয়নগর।
২৭শে শ্রাবণ ১৪২৮


পরিবর্তন


কলমে-----বিশ্বজিৎ মারিক  (বিশ্বরূপ )


তুমি এককী দাড়িয়ে
মসূণ সড়কের পাশে
সুদৃশ্য শকট এসে
দাঁড়ায় তোমার গা ঘেঁষে।
মুঠোয় ধরা বিশ্ব জগৎ
স্মাট ফোন  
তুমি বিশেষ কারণে
অপেক্ষায় ছিলে অনেকক্ষণ।
ব্ল্যাক জিন্স, ব্লু-টিসার্ট,
ব্ল্যাক সু, গোল্ডেন চশমায়
নিজেকে করেছো আকর্ষণীয়,
আভিজাত্য অত্যাধুনিকতার
জৌলুসে সুস্পষ্ট প্রশংসনীয়।
একদিন তুমি ছিলে
অতি সাধারণ সহজ সরল মানুষটা
আধুনিকতার আভরণে,
যুগের পরিবর্তনে
পাল্টে গেছো অনেকটা।
ভাষার মধ্যে ঘটেছে বহু পরিবর্তন
বিদেশী শব্দের প্রয়োগে সম্পূর্ণ নতুন।
আজকের সবকিছু  স্বরণীয় ইতি,
শুধু স্মৃতিপটে পড়ে আছে
পুরাতনী রীতি।
------------@@@@@@@--------
আলিপুর বহড়ু জয়নগর দক্ষিণ ২৪পরগনা জয়নগর।
২৬শে শ্রাবণ ১৪২৮
**অনিবার্য কারণে গতকালের এই লেখাটি মুছে যাওয়ার জন্য দুঃখিত।